বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে এবার ফেসবুকে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাতে সামাজিক মাধ্যমে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ডাকসুর গত দুই মাসের কাজের সমালোচনা করে এক স্ট্যাটাস শেয়ার করেন।
ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘স্ক্যান করেছি, আমার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আড়াই মাস আগে যা ছিল, তাই আছে। গতানুগতিক কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হওয়ার জন্য শিক্ষার্থীরা ডাকসুর দাবি তুলেনি।
শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষার্থী অধিকার যেন বিশ্ববিদ্যালয় জীবনে স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারে সে জবাবদিহিতা প্রশাসনের নিকট নিশ্চিত করতে ডাকসু চেয়েছিল।’
এদিকে তার পোস্টের কমেন্টে মন্তব্য করেছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ। তিনি বলেন, ‘ধন্যবাদ, প্রিয় সহযোদ্ধা তানভীর বারী হামিম। সবসময়ই গঠনমূলক সমালোচনা করে পাশে থাইক। তোমার কমল মেডি এইডের আজকের আয়োজন সুন্দর ছিল।’