বগুড়া : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উদ্যোগে” বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে আলোচনা সভা ফেডারেশনের সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বগুড়া-৬ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত নমিনি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, প্রধান অতিথি বলেন, শিক্ষকদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ দানের পাশাপাশি পরিবার, সমাজ ও আধুনিক ইসলামী রাষ্ট্র গঠনে অবদান রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমদাদুল হক, উপাধ্যক্ষ মো আনসার আলী , সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি ড.আবু সালেহ মামুন, ফেডারেশনের কোষাধ্যক্ষ মাওলানা শাহজাহান আলী, ড. শফিকুল ইসলাম, অধ্যাপক তোফাজ্জল হোসেন, অধ্যাপক রুহুল আমীন, অধ্যাপক শাহাজুল ইসলাম সাজু, অধ্যাপক বদিউজ্জামান রুবেল, অধ্যাপক ‎ লতিফুল বারী রুবেল, এনামুল হক, গরুন কুমার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : উপজেলা পরিষদ হলরুমে শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, এনসিপি নেতা শিশির আসাদ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বীরগঞ্জ-কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষক সমিতির আয়োজনে ৫ অক্টোবর “শিক্ষকগণ ফিরে পাক তাদের ন্যায্য অধিকার ও সম্মান, বিশ্ব শিক্ষক দিবস সফল হোক ও সার্থক হোক” প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহম্মেদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : মুক্তাগাছা মডেল মসজিদ মিলনায়তনে মুক্তাগাছা উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল আলম।

আদর্শ শিক্ষক ফেডারেশন মুক্তাগাছা উপজেলার সভাপতি মাওলানা মোস্তফা রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন মুক্তাগাছা উপজেলার উপদেষ্টা অধ্যাপক শামছুল হক, মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মতিউর রহমান, মুক্তাগাছা উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোছাইন, সহসভাপতি মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ প্রমুখ।

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা। কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ।

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি হয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনায় মিলিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী।

শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সঞ্চালনা আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মোঃ আব্দুল গনি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, কাদিরপাড়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল হালিম, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেন কুমার সাহা, আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম আজমসহ অন্যরা।

জয়পুরহাট সংবাদদাতা : জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার।

প্রধান আলোচক ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান সুইট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রাহালুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হানাইল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম, প্রধান শিক্ষক মাহফুজার রহমান ও শিক্ষক জাকির হোসেন।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। তিনি শিক্ষকদের আত্মত্যাগ, দায়িত্ববোধ ও সমাজ গঠনে ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুর রহমানসহ উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা পারভিন শাকিলা, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে, শিক্ষকরা যাতে সমাজে মর্যাদার সাথে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে বসবাস করতে পারেন সেজন্য তাদের বেতন বৈষম্য নিরশনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।