ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বার্তার মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বার্তাটির মোড়ক উন্মেচন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তার মোড়ক উন্মেচন এর সময় ভাইস-চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বার্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে নিয়মিতভাবে দেশবাসীর সামনে তুলে ধরবে। এটি বিশ্ববিদ্যালয়ের কাজের গতি বৃদ্ধিতে সহায়তা করবে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরার অন্যতম সিড়ি। বার্তা প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি