জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১টায় প্রোগ্রামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।
এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ছাত্রদল শুধু আন্দোলন-সংগ্রাম নয়, শুধু পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত নয়; দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় শিক্ষার্থীবান্ধব ভ্যাকসিনেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এই প্রোগ্রামের জন্য ছাত্রদল ১০ হাজার ভ্যাকসিন ইতোমধ্যে সংগ্রহ করেছে। এই ভ্যাকসিনেশন আমাদের দুরারোগ্য ব্যাধি থেকে দূরে রাখে। বিএনপি ও ছাত্রদল জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে ও যাবে।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, স্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। প্রথমদিকে ছাত্রদলের এমন প্রোগ্রামের কথা শুনে রোগটি সম্পর্কে অনলাইনে ঘাঁটাঘাঁটি করি। বুঝতে পারি এটি কত ভয়ংকর। পাশাপাশি এর ভ্যাকসিন অনেক ব্যয়সাপেক্ষও। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দ্বিধায়-নিঃসঙ্কোচে ভ্যাকসিন গ্রহণ করবে।
সমাপনী বক্তব্যে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজ করছি৷ আমরা আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে হেপাটাইটিস-বি ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিজেদের হেপাটাইটিস রোগের হাত থেকে নিজেদের সুরক্ষা করবেন। এছাড়া কারো হেপাটাইটিস-বি পজিটিভ আসলে তার চিকিৎসার জন্য ড্যাব আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
প্রসঙ্গত, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে মোট ৩০ হাজার টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। আগামী ২২ মে পর্যন্ত কার্যক্রম চলবে।