জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে মোট ৬ শিফটটে চলে সন্ধ্যার পর পর্যন্ত। ফলে দূরদুরান্ত থেকে আসা অনেক পরীক্ষার্থী ও অবিভাবক ভোগান্তি ও যাতায়াত সংকটে পড়তে দেখা যায়।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত ছয়টি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ২৬৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেন ২০ হাজার ৪০১ জন ছাত্র ও ২৭ হাজার ৯৭ জন ছাত্রী। দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলায় শেষ শিফটের পরীক্ষার্থীরা সন্ধ্যার দিকে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের বাড়ি ফিরতে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
এবিষয়ে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, মাগরিবের নামাজের সময় এই শিফটের পরীক্ষা রাখা এটা মোটেও ঠিক হয়নি। প্রশাসন চাইলেই এটা পরের দিন রাখতে পারতো, ঐদিন শুধু দুই শিফটের পরীক্ষা। সন্ধার পরে পরীক্ষা নেওয়ার শিক্ষার্থীরা ভোগান্তিতে পরবে এবং তাদের বাসায় পৌছায়নোর নিরাপত্তার ও একটা বিষয় আছে। প্রশাসনের কাছ থেকে এ ধরনের আচারন মোটেও কাম্য নয়৷
এবিষয়ে উপ উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান বলেন, 'আজকে বাধ্য হয়ে আমাদের সন্ধ্যার পরেও পরীক্ষা রাখতে হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উপায় ছিলো না। কেবল আজকেই ৬টা শিফট এ ছিলো। সামনের পরীক্ষায় শিফট সংখ্যা কম। এসময় তিনি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে সেজন্য দোয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামীকাল (২২ ডিসেম্বর) ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের ১৬৩টি এবং ছাত্রীদের ১৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৮০১ জন ছাত্র ও ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী।