মো: সামিউল ইসলাম, জবি সংবাদদাতা
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর এবং শেষ হলো গতকাল শনিবার। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে গিয়ে আবাসন সংকট নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ অন্যদিকে কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে চারটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে প্রার্থী ৩৩ জন। কেন্দ্রীয় সংসদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, বামপন্থী ছাত্রসংগঠন সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল অংশ নিচ্ছে। এছাড়া হল সংসদে ছাত্রী সংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘অপরাজিতার অগ্রযাত্রা’ ও বাম সমর্থিত ‘রোকেয়া পর্ষদ’ সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।
কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আলোচনায় শীর্ষে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: রিয়াজুল ইসলাম।
গত বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত জরিপে দেখা যায়, আসন্ন নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলামের ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব পেতে পারেন ৪০ দশমিক ৪৮ শতাংশ ভোট।
এছাড়াও ভিপি পদে আরও লড়বেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে কিশোয়ার আনজুম সাম্য,বাম সমর্থিত ‘মওলানা ভাসানী বিগ্রেড’ প্যানেল থেকে গৌরব ভৌমিক।
ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে ও সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্যানেল কাজ করবে।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, ‘ভিপি পদে আমার জয় মানে সাধারণ শিক্ষার্থীদের বিজয়। আশা করছি, জবিয়ানরা তাদের যোগ্য প্রতিনিধিকেই নির্বাচিত করবে।’
ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য বলেন, আমরা প্রতিশ্রুতির পাশাপাশি সুস্পষ্ট কর্মপরিকল্পনা দিয়েছি। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি ও একাডেমিক সহযোগিতা, আন্তর্জাতিক মানের সিলেবাস, শিক্ষার্থীদের জন্য ইনসুরেন্স ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সমন্বিত অ্যাপ তৈরি। আশা করি শিক্ষার্থীরা যোগ্য প্রতিনিধিকেই বেছে নিবে।
বাম সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী গৌরব ভৌমিক বলেন, ’আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিব না কিংবা ভোটের আগে আপনার জন্য এমন কিছু করব না যে কাজটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা উচিত।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর জকসুর নির্বাচন হওয়ার কথা ছিল। ভূমিকম্প আতঙ্কে ছুটি ও অনলাইন ক্লাসের সিদ্ধান্তের পর ৪ ডিসেম্বর নতুন তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চলেছে। ভোটগ্রহণ হবে আগামী ৩০ ডিসেম্বর। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।