স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মধ্যে কৃষিক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও শিক্ষাঙ্গন-শিল্প সমন্বয় নিশ্চিত করতে বুধবার (৫ নভেম্বর ২০২৫) একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্র (লেটার অব অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক ও সিনিয়র শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় পরিচিতি পর্ব ও ব্র্যাক সিডের কার্যক্রম উপস্থাপনা দিয়ে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শিত ডকুমেন্টারিতে ইতিহাস, উদ্ভাবন ও অর্জনের দিক তুলে ধরা হয়। পরে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ ও মোহাম্মদ আনিসুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্র্যাক সিডের পক্ষ থেকে মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কৃষক ও খামারি পর্যায়ে উদ্ভাবিত জাত ও প্রযুক্তি ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চাই।
ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বায়নের এই যুগে যৌথ ইন্ডাস্ট্রিয়াল ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুযোগ বৃদ্ধি ও গবেষণার মানোন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।
উল্লেখ্য, ব্র্যাক সিড ১৯৭২ সাল থেকে টেকসই কৃষির মাধ্যমে দেশীয় খাদ্য নিরাপত্তা ও বীজ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে সবজি, ভুট্টা, ধান, আলু সহ বিভিন্ন উচ্চমানের বীজ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে।