ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলীর। সোমবার (৩ নভেম্বর) বেলা ১২ টায় অনুষদের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসুরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, থিওলজি অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। এছাড়াও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি মোঃ রহিম উল্লাহসহ থিওলজি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ডিন ড. মো: সেকান্দার আলী বলেন, “আল-কুরআন, আল-হাদীস, দাওয়াহর সকল শিক্ষক এবং সম্মানিত ডিন, প্রাক্তন ডিন যারা আপনারা আছেন, সবার থেকে আমি সহযোগিতা কামনা করি। যাতে এই ফ্যাকাল্টিকে আস্তে আস্তে উন্নতির দিকে নিতে পারি। আপনাদের থেকে এই আশা আমি আশা করছি। আর আমি পাকিস্তান এবং সৌদি আরব থেকে পাওয়া আমার অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আপনাদের থেকে দোয়া কামনা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আপনারা যদি থিওলজি অনুষদকে বৈশ্বিক অবস্থানে নিয়ে যেতে পারেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হবে। আপনারা অ্যাট্রাক্ট করবেন যাতে বিশ্বের বিভিন্ন ছাত্র এখানে এসে পড়ে। তারা এখানে এসে রিসার্চ করবে। এই অবস্থায় আপনারা নিয়ে যান। আপনাদের যোগ্যতা আছে আপনারা পারবেন। আপনাদের স্বপ্ন ও পরিকল্পনা থাকতে হবে। আপনারা ছাত্রদের সাথে নিয়ে রিসার্চ করেন।বিশ্ববিদ্যালয়ে বিভাগ খুললে টিচিং এন্ড লার্নিং বাড়ে তবে বিশ্ববিদ্যালয়কে সামনে অগ্রসর করতে হলে রিসার্চ বাড়াতে হবে। বেশি বেশি সাইটেশন পেতে হবে।”