বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে ২০২৫ সালে এসএসসি, দাখিল ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে ৬ আগস্ট বুধবার সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরে কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই প্রজন্ম আগামীতে এই দেশকে নেতৃত্ব দিবে, একজন কৃতি শিক্ষার্থী শুধু নিজের জন্য নয় বরং তাদের পিছণে যারা বেড়ে উঠছে তাদের লেখাপড়ার সার্বিক দেখভাল করতে হবে। শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবন থেকে পরনির্ভরশীলতা কমিয়ে ধীরে ধীরে সাবলম্বী হয়ে উঠার চেষ্টা অব্যাহত রাখতে হবে, যাতে করে ভবিষ্যতে নিজেকে যোগ্য নেতৃত্ব ও সফল উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। কারণ এই শিক্ষার্থীদের হাত ধরে আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। তুমরা এমন জীবন ঘটন করবে মা-বাবা, শিক্ষক মন্ডলি তুমাদের নিয়ে গর্ভ বোধ করতে পারে।

জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি হুসাইন আহমেদের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান শিকদার, চাঁদপুর জেলা শহর শাখার সাবেক সভাপতি নজরুল ইসলাম মারুফ, সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আদিলুর রহমান, সিলেট জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ প্রমুখ।