রোবোটিক্স হলো প্রযুক্তির বাস্তব রূপ। শিক্ষার্থীদের হাতেকলমে রোবট নির্মাণ শেখানো তাদের পেশাগত জীবনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা যদি প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে দেশের শিল্প ও প্রযুক্তি খাতে তারা নতুন দিগন্ত খুলতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী মনোভাব, সমস্যা সমাধান ক্ষমতা এবং দলগত কাজের গুরুত্বের প্রশংসা করে বলেন, হ্যান্ডস-অন প্রশিক্ষণ শিক্ষার্থীদের কল্পনা শক্তি ও বাস্তবায়ন দক্ষতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে।গত বুধবার অনুষ্ঠিত আইআইইউসি-এর ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং ইটিই ইলেকট্রনিকস অ্যান্ড রোবোটিকস সোসাইটি-এর আয়োজনে অনুষ্ঠিত ‘হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন বিল্ডিং অ্যাডভান্সড লাইন ফলোয়ার রোবট' কর্মশালা ও গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এসব কথা বলেন।কর্মশালাটি ১৬ মে থেকে ২১ মে ২০২৫ পর্যন্ত অনলাইন ও অফলাইন সেশনে অনুষ্ঠিত হয়। চার দিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা রোবটের কন্ট্রোল সিস্টেম, সেন্সর ইন্টারফেসিং, সার্কিট ডিজাইন, মোটর ড্রাইভিং এবং এমবেডেড প্রোগ্রামিং-এর ব্যবহারিক ধারণা অর্জন করেন।

গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম, রোবোটিকস সোসাইটির সভাপতি শিহাবুর রহমান শিকদারসহ আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মো. আসলাম হোসাইন। কর্মশালা ও গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিক ডিজাইন, প্রোগ্রামিং, সার্কিট বিশ্লেষণ এবং দলগত কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।