মুন্সীগঞ্জ পৌরসভায় আর্দশ তাহফিজুল কুরআন এতিমখানা মাদরাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এতিমখানা-মাদরাসা মিলনায়তনে এতিমখানা মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ খাইরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এতিমখানা মাদরাসা প্রধান উপদেষ্টা মাওলানা আ,জ,ম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি বক্তব্যে রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো: আবু ইউসুফ। বিশিষ্ট শিক্ষাবিদ মো. নুরুল হক পাটোয়ারী, সহকারী উপদেষ্টা, মো. আব্দুল মালেক, মো. আক্তার হোসেন, আরশাদ আলী ঢালী, মো. উজ্জ্বল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল মবিন, আবুল কাশেম প্রমুখ। উল্লেখ্য, মুন্সীগঞ্জ মাদরাসায় এতিমখানার ছাত্র রাফি ইসলাম সরদার তুরস্কের প্রফেসর ড মুহাম্মদ হামিদুল্লাহ আনতোলিয়ান ইমাম হাতিপ উচ্চবিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ পাওয়ায় মাদরাসা এতিমখানার পক্ষে থাকে তাকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।