বরিশাল জেলার অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান দারুল হিকমাহ মডেল মাদরাসা, মুলাদীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। হিফজ বিভাগের সবক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা কেএম ইমাম হোসাইন আল ফাহমির সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইনের সঞ্চালনায় মাদরাসার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির পরিচালক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের নির্বাহী সদস্য এবং মিসবাহুল উলুম কামিল মাদরাসা গভর্নিং বডির সদস্য সাংবাদিক মোহাম্মদ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি, মুলাদী মহিলা কলেজের সভাপতি ও ঢাকা মর্ডান সিটি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মোঃ ইব্রাহিম হোসেন খান।

মাদরাসায় বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীগণ ১০০% পাস করেন; যার মধ্যে ১২০ জন এ প্লাস, ৭০ জন এ গ্রেডসহ শতভাগ সাফল্য অর্জন করে। অনুষ্ঠানে হিফজ বিভাগের নতুন ছাত্রদেরকে কুরআনের সবক প্রদান করা হয়। শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময়ে প্রতি শ্রেণীতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগ, জেলা, থানা পর্যায়ে ৩৬টি পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানস্থলটি শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মিলনায় পরিণত হয়। প্রেস বিজ্ঞপ্তি।