গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর মৃত্যুর সুষ্ঠ বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও গোপালগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি।
সোমবার (৬জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উৎসব মণ্ডল বলেন, "শুভ বৈরাগী তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা ও অভিযুক্তদের নাম উল্লেখ করে গেছেন। অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।"
এছাড়াও বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাজিব অভিযোগ করেন, "শুভ বৈরাগীকে সামাজিকভাবে অপদস্থ করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করা হয়, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।"
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিন আক্তার বলেন, “শুভ বৈরাগী আমাদের সন্তানতুল্য। সে ছিল পরিশ্রমী কিন্তু অসচ্ছল পরিবারের একজন শিক্ষার্থী। আমি এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত চাই।”
সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন,“এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। শুভ বৈরাগী একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত নিশ্চিত করা হবে বলে আশা করছি।”
মানববন্ধন থেকে দ্রুত বিচার নিশ্চিত করা, দোষীদের গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।##