জবি সংবাদদাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী মুহাম্মদ সা.কে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। এতে তার দাবি করে বিচার চেয়ে ফেসবুকে ক্ষোভ জানাচ্ছেন শিক্ষার্থীসহ ছাত্রনেতারা।
অভিযুক্ত শিক্ষার্থী হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন। তিনি ছাত্রদলের আগের কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ কটুক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। নিজ আইডিতে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কেউ একজন বলেছিলো বিপ্লবী হওয়ার আগে প্রেমিক হতে হয়। এজন্যই মহানবী সা: এর মনে হয় চারটা বউ ছিল। কিন্তু আমার দরকার মাত্র একজন।’ পরে তিনি একটি হা হা রিয়াক্ট দেন।
বিচার চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ছাত্রদলের কুলাঙ্গার মোরছালিন। ছাত্রদলের আহবায়ক সদস্য। এই কুলাঙ্গার এই পোস্টের মাধ্যমে নবীকে কটাক্ষ করে আসলে কি বুঝাইতে চাইছে? মহানবী (স.) এর চার বিয়ে করাকে এই হারামী কটাক্ষ করেছে। যেখানে আমাদের নবী কোনো কারণ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেননি।
সে মূলত এই পোস্টের মাধ্যমে নবী (স.) এর সাথে তার নিজের তুলনা করতে চেয়েছে। এই কুলাঙ্গারের শাস্তি দাবী করছি।
এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তাকরিম আহমেদ বলেন, রাসুল (সাঃ) কে কটুক্তি যে-ই করুক, সহ্য করা যাবে না। সেটা সচেতন বা অবচেতন যেভাবেই করা হোক। রাসুল আমাদের সবকিছুর উপরে। আশা করি ছাত্রদল ব্যাপারটা দেখবে ঠিকমতো।
আরেক শিক্ষার্থী একেএম রাকিব বলেন, রাসুল (সাঃ) আমার নেতা, আমার পথপ্রদর্শক।তাঁকে নিয়ে কোনো ধরনের কটুক্তি হোক সচেতনভাবে বা অবচেতনভাবে কখনোই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, রাসূল সাঃ আমাদের জীবনের থেকেও প্রিয় ব্যক্তি। তাকে নিয়ে কেউ কটূক্তি করলে কোনো মুসলিমের জন্য চুপ থাকা সমীচীন নয়। অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই।