দেশে সাম্প্রতিক ভূমিকম্পের ধারাবাহিকতা এবং বড় ধরনের কম্পনের আশঙ্কায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের পুরাতন ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রোববার (২৩ নভেম্বর) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমসহ কারিগরি কমিটির সদস্য, ডিন, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভিসি ও কারিগরি কমিটি বহু বছর আগে নির্মিত ডরমেটরি ভবন এবং শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন (সি–২) সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনে দেখা যায়—ভবনগুলোর কাঠামো নাজুক এবং ভূমিকম্পে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা করে, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের রোববার (২৩ নভেম্বর) মধ্যেই রুম খালি করতে হবে।

সেই সঙ্গে ডরমেটরিতে অবস্থিত মেডিক্যাল শাখা, পরীক্ষা বিভাগসহ কয়েকটি দপ্তরও অবিলম্বে নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেই কারিগরি কমিটি ভবনগুলোকে ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্ত ঘোষণা করেছিল। সাম্প্রতিক কম্পন পরিস্থিতি ঝুঁকি আরও বৃদ্ধি করায় দ্রুত এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।