শিক্ষাঙ্গন
ফেনীর ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার অনিয়ম অর্থ আত্মসাৎ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য
Printed Edition
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার অনিয়ম অর্থ আত্মসাৎ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি, বিসিক শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব ড. বেলাল উদ্দিন আহমেদ। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাদরাসার চরম অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রিন্সিপাল মুহাম্মদ মাঈনুদ্দীন খোন্দকার ও শিক্ষক আহামদ উল্লাহর নেতৃত্বে একটি চক্র প্রতিষ্ঠানটি ধ্বংস করে অর্থলোপাট করার সিন্ডিকেট তৈরি করেছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নষ্ট করেছে। এ সময় তিনি দাবি করেন- প্রতিষ্ঠানের বিশেষ প্রকাশনার আয় আত্মসাৎ, যাকাত ও গোরাবা ফান্ডে দুর্নীতি, দাতা সদস্যদের নাম অন্তর্ভুক্তিতে জালিয়াতি, দুর্নীতিবাজ সিন্ডিকেটের কর্মকাণ্ড ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বেচ্ছাচারিতা সহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে অধ্যক্ষ সহ চক্রটির বিরুদ্ধে।
এ সময় তিনি মাদরাসার আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির বিষয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ভোটাধিকার নিশ্চিত করা এবং অবৈধ ব্যাংক লেনদেনের বিষয়ে অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিদ্যেৎসাহী সদস্য মো. ফজলুল করিম স্বপন, এটিএম কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ নুরুল আফসার, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মুসা, মহিউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. নুরুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।