ইবি সংবাদদাতা: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের কয়েকজন কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ ফাউন্ডেশনের ব্যানারে গাজার উত্তরাঞ্চলে এক ওয়াটার প্রজেক্টে ৩,০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে তারা।
জানা যায়, অক্টোবর ২০২৫-এ বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়, যার মাধ্যমে প্রায় ৫০০ জন ফিলিস্তিনি সহায়তা পান। প্রকল্পটি বাস্তবায়নে ২৪০ মার্কিন ডলার ব্যয় হয়, যা সংগঠনটির সদস্য ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর আর্থিক সহযোগিতায় সংগৃহীত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান মোঃ রায়হান কবির বলেন, “ফিলিস্তিনের অসহায়, ক্ষুধার্ত ও পিপাসার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। ইতঃপূর্বে আমরা দুটি ফুড প্রজেক্ট বাস্তবায়ন করেছি– একটি গত জুলাই মাসে, যেখানে ৮০০ মার্কিন ডলারের সহায়তা পৌঁছে দেওয়া হয়, এবং অপরটি সেপ্টেম্বর মাসে, ৫০০ ডলারের একটি ফুড প্রজেক্ট। এবার গাজার মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে উদ্যোগ নেয়, এবং আলহামদুলিল্লাহ, সেই প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।”
এই মানবিক কার্যক্রমে সহযোগিতায় ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২৩-২৪ সেশনের মোঃ ইয়াসিন আরাফাত, জহিরুল ইসলাম, মাহাদি হোসেন, আলিনূর রহমান বাঁধন, ইশতিয়াক আহমেদ, রোকনুজ্জামান হুমাইদি, সাজ্জাদ হোসেন তামিম, আশরাফুল ইসলাম, নাঈম হাসান, জাহিদ হাসান, মসুদ রানা ও সৌরাভ হোসেন সহ আরো অনেকে।
প্রসঙ্গত, সংগঠনটির ইতঃপূর্বে ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’ নামে কার্যক্রম পরিচালনা করলেও কাজকে আরও সার্বজনীন ও বিস্তৃত করতে নাম পরিবর্তন করে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ করা হয়।”