স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
রেমিটেন্স যোদ্ধাদের ভাষাজ্ঞান ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নতুন শিক্ষামূলক কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বুধবার (২৮ মে) গাজীপুরে অবস্থিত বাউবির প্রধান কার্যালয়ে উপাচার্যের দপ্তরের কনফারেন্স রুম থেকে অনলাইনে ওমানে পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় বিদেশে প্রাপ্য সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত হন শুধুমাত্র ভাষাগত দুর্বলতার কারণে। এ বাস্তবতা বিবেচনায় আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি ভাষা ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে প্রোগ্রাম প্রণয়ন করেছি।
ভিসি বিশেষভাবে ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরবি ভাষায় বাউবি পরিচালিত সার্টিফিকেট কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “আরবি ভাষায় পারদর্শীদের জন্য এসব দেশে সহজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তিনি “সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি প্রোগ্রাম চালুর জন্য ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। তিনি বলেন, “ওমানে নিযুক্ত বাংলাদেশি কর্মীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিশ-২ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ প্রোগ্রামের সফল বাস্তবায়নে ভর্তি প্রক্রিয়া সহজীকরণ, ব্যাংকিং সেবার সময়োপযোগী রূপায়ণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ড. মহা. শফিকুল আলম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন, অধ্যাপক তানভীর আহসান, ওপেন স্কুলের ডিন, অধ্যাপক ড. শিরীন সুলতানা, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ, ফোকাল পয়েন্ট ইকরামুল ইসলাম, মাসুদ তালুকদার ও কাজী শারমিন তালুকদার এবং উপাচার্যের একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক মোঃ নাসির উদ্দিন।
ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. শিরীন সুলতানা।
অনুষ্ঠানে অধ্যাপক তানভীর আহসান তাঁর স্কুলের বিএ/বিএসএস প্রোগ্রাম সফলভাবে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাউবি এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক একাডেমিক প্রোগ্রাম উইংয়ের যুগ্ম-পরিচালক সঙ্গীতা মোরশেদ।