স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রিসার্চ ম্যানেজমেন্ট উইংয়ের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালাটি বুধবার বিকেলে
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে শুরু হয়।
তিন বছর মেয়াদি প্রতিটি গবেষণা প্রকল্পের লক্ষ্য—ভবিষ্যৎ কৃষিকে আরও পরিকল্পিত, উদ্ভাবনমুখী ও ফলপ্রসূ করা।
এ উদ্যোগ দেশের কৃষি-ব্যবস্থাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
দুই দিনে আটটি থিমেটিক এরিয়ায় মোট ৩২টি গবেষণা পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম।
সঞ্চালনা করেন সহযোগী পরিচালক (প্রজেক্ট গবেষণা) ডা. মোঃ সহিদুল ইসলাম।
গবেষকরা তাঁদের নিজ নিজ প্রকল্পের লক্ষ্য, গুরুত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষিতে প্রয়োগযোগ্যতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন—
দীর্ঘমেয়াদি গবেষণা পরিকল্পনা কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই পর্যায়ে এগিয়ে নিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই কর্মশালা কেবল উপস্থাপনার নয়; এটি জ্ঞান বিনিময়, সমন্বিত পরিকল্পনা ও উদ্ভাবনের উন্মুক্ত প্ল্যাটফর্ম।
সমাপনী বক্তব্যে সভাপতি ড. মসিউল ইসলাম বলেন—
গবেষণা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুদৃঢ় করতে এ কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা চাই প্রতিটি গবেষণা আন্তর্জাতিক মানে উন্নীত হোক।