‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের জকসু'র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জকসু হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন হল প্রভোস্ট।

‎আজ রবিবার (১৫ জানুয়ারি) বিকাল চারটার দিকে হলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।

‎এ সভায় জকসুর(হল সংসদ)প্রতিনিধিদের সবার কাজ,ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য কক্ষ বরাদ্দ ও ফান্ডিং নিয়ে আলোচনা হয়।

সভা শেষে জকসু'র হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুমাইয়া তাবাসসুম বলেন,'আজকে সুন্দরভাবে আমাদের প্রথম সভা হয়েছে ও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের হলের বাজেট নিয়ে। আমরা কেন্দ্র থেকে সেভাবে বাজেট পাই না,জকসু এই জন্যই হয়েছে যাতে আমরা পর্যাপ্ত বাজেট পাই ও সবোর্চ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সুন্দরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি। পরিশেষে আমরা শিক্ষার্থীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন আমাদের সকল আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় জকসু।'

‎সহ-সভাপতি (ভিপি) জান্নাতুল উম্মে তারিন বলেন, 'আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে আমাদের প্রথম সভা সম্পন্ন হয়েছে।আমরা মোটামুটি আমাদের সব ইশতেহার ম্যামের কাছে উপস্থাপন করেছি।এখন আমাদের প্রথম কাজ কাজগুলো বাস্তবায়নের জন্য কমিটি করা এবং পর্যায়ক্রমে সবগুলো ইশতেহার বাস্তবায়ন করা। দ্বিতীয় কাজ আমাদের অফিস নেই সেটা নিয়ে কাজ করা। এছাড়া আমাদের হলের জন্য আলাদা কোন তহবিল নেই।এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করা তারপরও যদি সমস্যা সমাধান না হয় সরাসরি ইউজিসিতে যাওয়া।'

‎এ বিষয়ে হলের প্রভোস্ট ড.আঞ্জুমান আরা বলেন,'আমরা প্রথম হল সংসদ পেয়েছি এবং ব্রিলিয়ান্ট মেয়ে পেয়েছি যারা সত্যি হলের জন্য কাজ করতে চায় বলে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি তারা কাজের মাধ্যমে দেখিয়ে দিবে তারা সত্যি হলকে ধারণ করে। তারা সমস্যা গুলো বের করে ও বিভিন্ন উদ্যোগ গ্ৰহণ করে আমাদের জানাবে,আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপন করব‌।'