জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রতিনিধি দল আজ (২৫ জুন) বেলা ১টায় উপাচার্য অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারের তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে বিকালে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথের গুড অফিসেস সেকশন গভর্ণেন্স এন্ড পিস ডিরেক্টরেটের উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবি’র (Michelle Scobie) নেতৃত্বে প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে কমনওয়েলথ প্রতিনিধিদলের সদস্য জর্ডান নিল (Jordan Neal), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সাক্ষাতের আগে কমনওয়েলথ প্রতিনিধিদল দর্শন বিভাগের আয়োজনে কনমনওয়েলথ স্কলারশিপ এবং কমনওয়েলথের সঙ্গে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বৃদ্ধির উপায় নিয়ে এক সেমিনারে অংশগ্রহণ করে তারা। সেমিনার শেষে দর্শন বিভাগের সভাপতি অতিথিদের স্মারক উপহার তুলে দেন।