ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শর্ষক আলোচনা সভা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। বক্তব্য রাখেন বিশিষ্ট জননেতা কাজী আতাউর রহমান লিটু, কাজী আতিকুর রহমান, সফিউল্লাহ সরদার, কাজী রুহুল আমিন, মাসউদুর রহমান প্রমুখ। রমযানে তাৎপর্যের উপর আলোচনা করেন মাদরাসার মুফাস্সির মাওলানা আবুল কাসেম গাজী ও ফকীহ মুফতি মাওলানা মুহিউদ্দীন। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা যাইনুল আবেদীন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠার পটভূমি এবং এলাকার সূধী ও সাধারণ মানুষের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বদর যুদ্ধের শিক্ষা ও রমযানের করণীয় বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সব শেষে প্রধান অতিথির দুআ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। প্রায় ৭০০ এলাকার মুরুব্বি ও ছাত্রদের ইফতার করানো হয়। প্রেসবিজ্ঞপ্তি।
শিক্ষাঙ্গন
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় বদর দিবসের আলোচনা সভা
ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শর্ষক আলোচনা সভা ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়
Printed Edition
