বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর আইকিউএসি উদ্যোগে ‘বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা: বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র্যাংকিং অর্জনের কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চ র্যাংকিং অর্জন একটি ধারাবাহিক মানোন্নয়ন প্রক্রিয়া, যেখানে গবেষণা, শিক্ষার গুণগত মান, প্রশাসনিক দক্ষতা ও বৈশ্বিক দৃশ্যমানতা সমানভাবে গুরুত্বপূর্ণ। আইকিউএসি গুণগত সংস্কৃতি গড়ে তোলার কেন্দ্র হিসেবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক এম. শেখ। তিনি শিক্ষায় বহুমাত্রিকতা, গবেষণা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদার। বাউবির সাতটি স্কুল থেকে ৪০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।