পূর্ব নির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ঘোষণা করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকা এক জরুরি সিন্ডিকেটে নির্বাচন আটকে দেন বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারন সম্পাদক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রইস উদ্দিন।
সিন্ডিকেট শুরু হওযার শুরুতে অধ্যাপক ড. রইস উদ্দিন ও শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ড মোশাররফ হোসেন উপাচার্যকে গিয়ে বলে আসেন আজ কোন জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না৷ তারা দুজনই সিন্ডিকেট সদস্য ।
সিন্ডিকেটে নির্বাচন স্থগিত হওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা যুক্তিতে স্থগিত করেছি পরবর্তীতে কবে যশো হবে সে সিদ্ধান্ত আসে নি ।