মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন মো. মাহবুব আলম।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার মো. মনিরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করলেও দীর্ঘদিন প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। ফলে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী এই দ্বিতীয় বিজয় দিবস আমাদের জীবনে এক নতুন তাৎপর্য নিয়ে এসেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের পর সাড়ে তিন বছরের সরকারের শাসনামল ছিল একটি বিভীষিকাময় সময়। সে সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত ছিল না; মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত না। রক্ষী বাহিনীর নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এরই পরিণতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। তখন মানুষ সেই দিনটিকে নাজাত দিবস হিসেবে পালন করেছিল।
তিনি আরও বলেন, ২০২৪ সালে তারুণ্যের ঐক্য আমাদের সামনে নতুন এক স্বাধীনতার সূর্য উদিত করেছে। সেই ঐক্য অটুট রেখে, সেই সূর্যের আলোয় আমরা আলোকিত হবো-এটাই হোক বিজয় দিবসের অঙ্গীকার ও প্রত্যয়।
প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ. বি. এম. মাহবুবুল ইসলাম, সিজিইডির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে জুলাই বিপ্লবে আহত ও গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক কামরুজ্জামান। প্রেসবিজ্ঞপ্তি।