রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জটঅঅ) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১০ মে। তবে নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অ্যালামনাসগণ। গতকাল রুয়ার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরীও পদত্যাগ করেছেন। যথাসময়ে যাতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর রুয়া’র আজীবন সদস্যগণ। বুধবার বিকেল উপাচার্য কনফারেন্স রুমে অ্যালামনাই এসোসিয়েশন এডহক কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আগামী ১০ মে ২০২৫ নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে অনেক সদস্য তাদের অফিস থেকে ছুটি নিয়েছে, রাজশাহীতে হোটেল বুকিং করেছে এবং যাওয়া আসার জন্য বাস, ট্রেন ও বিমানসহ অন্যান্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেছে। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ করা যাচ্ছে যে, একটি কুচক্রিমহল রুয়া’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করছে। এ সময় আজীবন সদস্য ইমাজ উদ্দিন মন্ডল বলেন, একটি কুচক্রি মহল চক্রান্ত করে এই নির্বাচনকে বাতিল করতে চাচ্ছে।
তাদের এই চক্রান্তকে ভেঙ্গে দেয়ার জন্যই ১০ তারিখে যথাসময়ে নির্বাচন হতে হবে। কোনোভাবেই নির্বাচন স্থগিত করা যাবে না। আহ্বায়ক মহোদয় আশ্বাস দিয়েছেন যে এই নির্বাচন বিষয়ে তারা একমত আছে এবং সক্রিয় আছেন। আগামীকাল কমিটির মিটিং হবে, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।