আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় পবিত্র কুরআন শিক্ষায় আকৃষ্ট করতে নিয়মিত মক্তব্যে আসার পুরস্কার ঘোষণা করেন কর্তৃপক্ষ। ঘোষণা মোতাবেক ২ জনকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এ পুরস্কার বিতরণ করা হয়।
১৫ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৩০ দিন মক্তব আসে, তাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম। কাপসন্ডায় গাজীবাড়ি জামে মসজিদের ঈমাম ও খতিব এইচ এম ওসমান গনী নিজস্ব অর্থায়নে ২ জন শিশু-কিশোরকে ধর্মীয় বই, তসবীহ ও শীত বস্ত্র প্রদান করেন।
ঈমাম ও খতিব মাওলানা এইচ এম ওসমান গনী বলেন, ভবিষ্যৎ যুবকদের কুরআন ও নামাজের প্রতি আকৃষ্ট করতে আমি এই উদ্যোগ গ্রহণ করি। আমার মসজিদে ৪০ জন শিক্ষার্থী আছে। আগামী মাসে আরো অনেকেই এই পুরুষ্কার পাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।