ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নিহত মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র রুহের মাগফেরাত কামনায় আজ বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বাদ জুমা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া স্যার এ এফ রহমান হল প্রশাসনের উদ্যোগে বাদ আছর হল মসজিদে সাম্য’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণসহ হলের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলের পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিহত শিক্ষার্থী সাম্য’র কক্ষ পরিদর্শন করেন এবং তার রুমমেটদের সঙ্গে কথা বলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের জন্য সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। একইসঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।