ববি প্রতিনধি
মেসে অথবা বাসায় অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) সকল শিক্ষার্থী ও কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজন করলো জমকালো মধ্যাহ্নভোজের।
শনিবার(৬ জুন) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দুপুর ২ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় শুরু হয় এ অনুষ্ঠিানের। উক্ত মধ্যহ্নভোজে মোট দুটি গরু ও একটি খাসির গোস্তের ব্যবস্থা রাখা হয়েছিলো।
এবারের মধ্যাহ্নোভোজে মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যেও ছিলো বিকল্প ব্যবস্থা। মেয়ে শিক্ষার্থীদের জন্য ছিলো আলাদা বসার ব্যবস্থা ও পার্সেলের সুবিধা। ঈদের দুইদিন আগে থেকে ববি শাখা শিবিরের নিজস্ব ফেসবুক পেইজ ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রচার ও ফ্রি রেজিস্ট্রেশন করায় তারা।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে প্রায় সকল শিক্ষার্থী বাড়িতে গেলেও কিছু সংখ্যক শিক্ষার্থী হলে থেকে যায়। বিশেষ করে চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী, অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী। এছাড়াও ক্যাম্পাসে দায়িত্বরত কর্মচারী এবং নিরাপত্তারক্ষী আনসার সদস্য ভাইয়েরা তাদের পেশাগত দায়িত্বের কারণে ক্যাম্পাসে অবস্থান করেন। তাছাড়াও বরিশাল অঞ্চলে যাদের বাড়ি, যাদের উপস্থিত হওয়ার সুযোগ ছিলো তাদেরকেও সকলের সাথে নিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।#