আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, তুরস্কভিত্তিক দিয়ানাত ফাউন্ডেশন আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক শিক্ষা, মূল্যবোধ ও সামাজিক কল্যাণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বৃত্তি প্রোগ্রাম কেবল শিক্ষাগত সহায়তা করছে না, বরং এটি এমন একটি প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করছে যারা নৈতিক দিক থেকে দৃঢ়, জ্ঞানী ও সমাজসেবামূলক নেতৃত্ব প্রদানে সক্ষম। আইআইইউসি শিক্ষার্থীদের বিশ্বমানের, নৈতিক ও সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও দক্ষতা ব্যবহার করে সমাজের কল্যাণে অবদান রাখুক। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে দিয়ানাত ফাউন্ডেশনের স্কলারশিপধারী শিক্ষার্থীদের নিয়ে ‘ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিকবিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার্কি দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রিসেপ সুকরু বালকান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। টার্কি দিয়ানাত ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার রিসেপ সুকরু বালকান বলেন, দিয়ানাত ফাউন্ডেশন ও আইআইইউসি-এর সম্পর্ক এক যুগেরও বেশি সময়ের। শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে আমরা সবসময় এই বিশ্ববিদ্যালয়ের পাশে আছি। এ পর্যন্ত আইআইইউসি থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী টিডিভি স্কলারশিপের আওতায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে এবং বর্তমানে আরও দেড় শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তিতে অধ্যয়ন করছে। আমরা আইআইইউসি শিক্ষার্থীদের মেধা, একাডেমিক পারফরম্যান্স ও নৈতিক গুণাবলি দেখে অত্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যতে শিক্ষার্থীর সংখ্যা ও তাদের একাডেমিক মান বিবেচনায় এই বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। আইআইইউসি-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্ণেল মো. কাসেম (অব.), আন্তর্জাতিক বিষয়ক ও ছাত্রকল্যাণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন এবং উপ-পরিচালক মো. এরশাদ-উল হক প্রমুখ। বিদেশি অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিয়ানাত ফাউন্ডেশনের সাউথ এশিয়া প্যাসিফিক কোঅর্ডিনেটর উশান আদচিজ, তুরস্ক দূতাবাসের রিলিজিয়াস সার্ভিস কোঅর্ডিনেটর উজগুর উজইউবেক, ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আফজলুর রহমান এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর তারেক সাইফুল্লাহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিএসই বিভাগের আজিজ উল্লাহ তানভীর এবং বিবিএ বিভাগের সাফিয়া বিনতে শাহাদাত। প্রেস বিজ্ঞপ্তি।