‘পোষ্য কোটা’ বহালের দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে শিক্ষকদের একাংশ। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংয়ের সময় জামায়াতে ইসলামিপন্থি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় সংক্ষিপ্ত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জে এ এম সকিলউর রহমান।
তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সংক্রান্ত অফিসিয়াল কার্যক্রমে শিক্ষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত দোষীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।”
এ সময় ‘কমপ্লিট শাটডাউনের’ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় একটা অংশ আমাদের সংগঠনে যুক্ত আছেন। যারা শাটডাউন কর্মসূচি পালন করছেন তাদের বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করব।”
এদিকে ‘শিক্ষকদের লাঞ্ছনার’ প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছিল বিএনপিপন্থি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
জামায়াতে ইসলামীপন্থি শিক্ষকদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, “আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। আমরা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেইনি। কারা এ ঘোষণা দিয়েছে আমরা জানি না।”