ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, পরিচালক (ছাত্রকল্যাণ), অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র), অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. খসরু মিয়া।