জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে‌ সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।

লিও ক্লাব হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি যুব সংগঠন, যা তরুণদের নেতৃত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতা বিকাশের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে। লিও ক্লাবের সদস্যরা স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও আত্মোন্নয়নের মতো বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে।

লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ান প্লাসের সাধারণ সম্পাদক (জিএস) আতাউল্লাহ আল মাহমুদ বলেন, "লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ান প্লাস কেবল একটি সংগঠনের নাম নয; এটি মানবিকতা, নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবার এক শক্তিশালী প্রতিশ্রুতি। একজন লিও হিসেবে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব গভীরভাবে অনুভব করি এবং বিশ্বাস করি ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব। সেই লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমাদের এই শীতবস্ত্র বিতরণ‌।‌"

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আহ্বায়ক মো. আরিফ হোসেন বলেন, "শীত শুধু একটি ঋতু নয়, এটি অনেক সুবিধাবঞ্চিত মানুষের জন্য কষ্ট, অনিশ্চয়তা ও সংগ্রামের নাম। এই কঠিন সময়ে একটু উষ্ণতা, একটু সহানুভূতি মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। সেই বিশ্বাস থেকেই আমরা আজ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছি। এ শীতবস্ত্র কেবল একটি কাপড় নয় এটি আমাদের ভালোবাসা, সম্মান ও সহমর্মিতার প্রতীক। আমাদের সম্মানিত উপদেষ্টা, অতিথিবৃন্দ, দাতা ও প্রতিটি লিও সদস্য যারা পাশে থেকেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

উল্লেখ্য, লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস প্রতিবছর লিওদের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ক্যাম্পাস পরিষ্কার-পরিচর্যা, অভ্যন্তরীণ ভাড়ার তালিকা প্রদর্শন‌ ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।