চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মোট ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবশেষ ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছে।

যার মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের প্রার্থী ছিল।

মনোনয়ন প্রত্যাহারের কারণ জানতে চাইলে প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, প্রার্থীদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেউ পড়ালেখার ক্ষতি আশঙ্কা থেকে, আবার কেউ পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

ঘোষণা অনুযায়ী, নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪২৯ জন আর হল সংসদে ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।