DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

গাকৃবিতে সীড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাকৃবি
গাকৃবিতে সীড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী সীড টেকনোলজির উপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গাকৃবি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ কোর্সটি প্রশিক্ষণার্থীদের নতুন গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালকের আয়োজনে বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনার কক্ষে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। কোর্স কো-অর্ডিনেটর ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বিএডিসির রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে অংশ নেন গাকৃবি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), সীড সার্টিফিকেশন এজেন্সি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বিএডিসি ও এসিআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তাসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির শিক্ষকবৃন্দ, বিএডিসি, সীড সার্টিফিকেশন এজেন্সি ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা।

কোর্স চলাকালে প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন খ্যাতনামা গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে ভিসি প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে বলেন, "খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সীড টেকনোলজির গুরুত্ব অপরিসীম। উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব।"

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে শুরু হওয়া এ কোর্সটি কৃষি গবেষণা ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।