বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসি ইউ) এবং ইউনিভার্সিটি অব নাইরোবি আয়োজিত এসি ইউ কাউন্সিল মিটিং ও কংগ্রেসে অংশগ্রহণ শেষে গতকাল রোববার সকালে দেশে ফিরেছেন।

২৫Ñ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসি ইউ কাউন্সিল সদস্য হিসেবে বোর্ড মিটিংয়ে অংশগ্রহণ করেন এবং কংগ্রেসে বাংলাদেশের উন্মুক্ত ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ডিজিটাল রূপান্তর, কর্মমুখী শিক্ষার উন্নয়ন এবং বাউবির চলমান অগ্রগতি তুলে ধরে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ভিসি তাঁর বক্তব্যে বলেন, কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ শুধু জ্ঞান উৎপাদনেই নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নের প্রধান শক্তি। উচ্চশিক্ষায় মাত্র ১ শতাংশ ভর্তি বৃদ্ধিও ২০২৯ সালের মধ্যে কমনওয়েলথের জিডিপি কয়েক বিলিয়ন ডলার বাড়াতে পারে।

তিনি উচ্চশিক্ষা খাতে বাজেট সংকট, প্রয়োজনীয় সম্পদের অভাব ও ভর্তি হার কমে যাওয়ার চ্যালেঞ্জ তুলে ধরে টেকসই বিনিয়োগের গুরুত্ব উল্লেখ করেন এবং কয়েকটি কৌশল প্রস্তাব করেন। পাবলিকÑপ্রাইভেট পার্টনারশিপ, পারফরম্যান্সÑভিত্তিক অর্থায়ন, অ্যালামনাই তহবিল গঠন এবং ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা।

বিশ্ববিদ্যালয় খাতে বিনিয়োগকে তিনি জাতীয় সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি ভিত্তি হিসেবে অভিহিত করেন এবং গবেষণা, উদ্ভাবন ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে আরও জোর দেওয়ার আহ্বান জানান। কংগ্রেসে বিশ্বের ৪০০-এর বেশি কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।