জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাবলিক টয়লেট (ওয়াশরুম) স্থাপনের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ বিষয়ে তিন দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনটির ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “ক্যাম্পাসের বিভিন্ন স্থান—বিশেষত বটতলা ও খেলার মাঠসংলগ্ন এলাকায় ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা নেই। এতে শিক্ষার্থীদের চলাফেরায় নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যা স্বাস্থ্যের ঝুঁকিও সৃষ্টি করছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত বিব্রতকর একটি পরিস্থিতি। এই প্রেক্ষাপটে একটি মানসম্পন্ন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বটতলাসহ ক্যাম্পাসের অন্যান্য পয়েন্টে পরিচ্ছন্ন ও পর্যাপ্ত সংখ্যক ওয়াশরুম স্থাপন জরুরি হয়ে পড়েছে।”

এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের আরেক সংগঠক ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া শাহিন সারা চৌধুরী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলাসহ এমন অনেক জায়গায় শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত করতে হয়, যেখানে কোনো একাডেমিক ভবন না থাকায় টয়লেট ব্যবহারে শিক্ষার্থীরা সমস্যায় পড়েন। বিশেষ করে ছাত্রী হল থেকে দূরের এসব জায়গায় নারী শিক্ষার্থীদের জন্য টয়লেট সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ কারণে জনবহুল এসব এলাকায় পাবলিক টয়লেট স্থাপন এবং সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ এখন সময়ের দাবি।”

লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা তিনটি দাবির মধ্যে রয়েছে—প্রথমত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা এবং পর্যাপ্ত সংখ্যক ওয়াশরুম স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, এসব ওয়াশরুম যেন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ দিতে হবে। তৃতীয়ত, ওয়াশরুম ব্যবস্থাপনায় যেন নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়, সে বিষয়েও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আব্দুল হাদি, মো. ইব্রাহিম, আরাফাত হোসেন ইমন, আফরিন রিনাসহ অন্যান্যরা।