চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ভিপি পদে লড়বে নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গত বুধবার পর্যন্ত।

ইব্রাহীম হোসেন রনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের এনামুলের ছেলে,ইব্রাহিম হোসেন রনি নিজ এলাকা থেকে এস এস সি তে বিজ্ঞান বিভাগ থেকে পরিক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে ও নিউ ডিগ্রি গভ: কলেজ রাজশাহী থেকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় এডমিশনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে(২০১৭-১৮ সেশন) ভর্তি হন,বর্তমান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত রয়েছেন।

ছাত্র রাজনীতি জীবনে তিনি নিজ এলাকা বাগাতিপাড়ায় থাকাকালীন ছাত্র শিবিরের সাথী ছিলেন ও থানা শাখার দায়িত্বশীল ছিলেন, বিশ্ববিদ্যালয় জীবনে কলা অনুষদ সভাপতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্কুল-কলেজ ও বিতর্ক সম্পাদক, অর্থ সম্পাদক,অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন,এছাড়াও মহানগর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বর্তমানে ইব্রাহিম হোসেন রনি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি।

উল্লেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও সহ-সাধারণ (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়।

টানা চারদিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন প্রার্থী। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।