জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সমন্বয়ে গঠিত ‘সংশপ্তক’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহিদুল ইসলাম ঈমন।

প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন জাহিদুল ইসলাম ঈমন। যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানজিল আহমেদ এবং সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী) পদে নমিনেশন পেয়েছেন সাদিয়া ইমরোজ ইলা।

প্যানেল ঘোষণাকালে ঈমন বলেন, সংশপ্তক প্যানেল প্রগতিশীল শিক্ষার্থীদের গণতান্ত্রিক ঐক্যের প্রতীক। আমরা নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস, স্বচ্ছ নির্বাচনী চর্চা এবং শিক্ষার মানোন্নয়নের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছি। ছাত্রকল্যাণ, গবেষণা-সহায়তা এবং ওপেন লাইব্রেরি ইকোসিস্টেম গঠনে আমরা বাস্তবসম্মত কর্মসূচি চালাব।

তিনি আরও বলেন, জাকসু যেন শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে—সে লক্ষ্যে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আমরা নীতিগত অবস্থান থেকে আপস করব না।

উল্লেখ্য, তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা গতকাল ২৯ আগস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫টি পদের বিপরীতে লড়বেন মোট ১৭৯ জন প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ১১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।