ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রচারণায় কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফেস্টুন ভাঙা ও নারীর অবমাননা, বিকৃতির করা হয়েছে। এতে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন

সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা।

বুধবার ( ২৭ আগস্ট) দুপুরে ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেন, আচরণবিধি লঙ্ঘন নিয়ে, নারী অবমাননা, বিকৃতির বিপরীতে কোনো নোটিস, একশন না নিয়ে বরং ব্যানার সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

জুমা ফেসবুকে আরও লিখেন, শুরুতেই ব্যানার পিভিসি ব্যবহারের নিষেধাজ্ঞা না দিয়ে আজকে এই নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্য কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট লিগ্যাল একশন নিতে না পারার ব্যবস্থা করা?

যেহেতু আমাদের প্যানেল আজকে ফুল দিয়েছে রাতের সম্ভাব্য নোটিস- ভোটারদের ফুল দেওয়া নিষেধ!