রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থানীয় রাজবাড়ী কনভেনশন সেন্টারে গত ১৭ আগস্ট রাজবাড়ী জেলা শিবিরের সভাপতি আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর, রাজবাড়ী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ, অধ্যাপক (অব) ডাঃ মোঃ ইউনুস আলী মোল্লা, প্রফেসর (অবঃ) ড. মোহাম্মদ মতিউর রহমান, রাজবাড়ী জেলা স্কুলের শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নুরে জান্নাত রোজা ও হাসান রোহানী প্রমুখ।