দেশে ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ জনবল তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে ‘ফরেনসিক সায়েন্স এন্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট,’ যেখানে ভবিষ্যতে ক্রিমিনোলজি, ফরেনসিক ইনভেস্টিগেশন, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিকস ও ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হবে।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন ইউনিভার্সিটির সঙ্গে চুক্তির পর, এবার জাতীয় বিশ্ববিদ্যালয় যুক্ত হতে যাচ্ছে যুক্তরাজ্যের খ্যাতনামা ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের সঙ্গে, যারা ফরেনসিক সায়েন্স ও ক্রিমিনোলজি শিক্ষায় বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধি দল যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দলে ছিলেন প্রফেসর ড. গ্যারি ডাল্টন, ড. হেলেন ইয়ারওয়াকার এবং মো. নুরুজ্জামান। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহসহ প্রো-ভিসি, ট্রেজারার ও ফরেনসিক ইনস্টিটিউটের প্রধানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ভিসি বলেন, “সাইবার সিকিউরিটি ও ফরেনসিক স্টাডিজ আজ বৈশ্বিক নিরাপত্তার মূল বিষয়। এই খাতে দক্ষ জনবল তৈরি হলে দেশের নিরাপত্তা যেমন শক্তিশালী হবে, তেমনি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাও রক্ষা পাবে।
তিনি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের প্রতিনিধিদের আহ্বান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বল্প খরচে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ প্রদানে সহযোগিতা করতে।
ভিসি আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি (গড়ট) স্বাক্ষরিত হবে এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি শুরু হবে, যা আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তি-শিক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।