আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) প্রতিনিধিদল ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম) পরিদর্শন করেছেন। এ সময় তারা সাথে আইআইইউসির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান উপস্থিত ছিলেন। গতকাল এই পরিদর্শনকালে আইআইইউসি এবং ইউআইটিএম এর মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাাক্ষরের আগে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়। উল্লেখ্য ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম) মালয়েশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ৩৪ টি ক্যাম্পাসে ১ লক্ষ ৮৮ হাজার শিক্ষার্থী এবং ৯ হাজার শিক্ষক রয়েছে। সভায় এ সময় ইউআইটিএম এর ডেপুটি ভাইস চ্যান্সেলর (রিসার্চ এন্ড ইনোভেশন) প্রফেসর টিএস. ড. নোরাজাহ আবদ রহমান, ডেপুটি ভাইস চ্যান্সেলর (ডেভলাপমেন্ট) প্রফেসর টিএস. সিনিয়র প্রফেসর ড. মোঃ ইউসুফ হামিদ, ডেপুটি ভাইস চ্যান্সেলর (স্টুডেন্ট এ্যফেয়ার্স) প্রফেসর ড. হাজি মোহাম্মদ সাজিলি সাহিবি, রিসার্চ ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক নূর আজুরা মোঃ ঘানি প্রমুখ আশাবাদ ব্যক্ত করেন যে, উভয় বিশ্ববিদ্যালয় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। সম্পাদিত এলওআই উচ্চশিক্ষার ক্ষেত্রে একাডেমিক প্রোগ্রাম বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রমকে সম্ভবপর করবে এবং জ্ঞানবিনিময়কে অগ্রগামী করবে।

আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী শিক্ষা ক্ষেত্রে অংশীদারিত্ব উপলব্ধি এবং তা কার্যকরে পূর্ণ সমর্থন দেয়ায় ইউআইটিএম এর ডেপুটি ভাইস চ্যান্সেলরগণ ও পরিচালকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।