মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৮তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস. এম. তাসমিরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ব্যারিস্টার তাসনিম ফেরদৌস, সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, লেকচারার শাহরিয়ার বিন ওয়ারেস, সুমাইয়া ইসলাম, মোহাম্মদ আবদুল খালেক, সৈয়দা তাহমিনা কামার, হুমায়ুন কবির, জুয়েল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, মানারাতের শিক্ষকরা অত্যন্ত দক্ষ, সহানুভূতিশীল ও দায়িত্বশীল। এখানে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে অন্তত ১৫টি ক্লাব, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়তা করছে। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়ন ঘটাতেও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনন্য ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শুরুতে ৪৮তম ব্যাচে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।