স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এইচএসসি (নিশ-১) পরীক্ষা–২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কপি হস্তান্তর করেন।
বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য বিশেষ নকশায় গঠিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪ হাজার ১৬১ জন। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার ৮৫৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী, পাশের হার ৮৭ দশমিক ২০।
এই ফলাফলে একজন শিক্ষার্থী এ+ পেয়েছেন, ৪৬৯ জন এ, ১১১৩ জন এ-, ১৩৯১ জন বি এবং ৩৯১ জন সি গ্রেড অর্জন করেছেন। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা উপস্থিত ছিলেন।
বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো—পরীক্ষা গ্রহণ শেষে স্পট ইভ্যালুয়েশনের মাধ্যমে মাত্র ২৫ দিনের মধ্যেই এ ফলাফল প্রকাশ করা হয়েছে, যা বাউবির দক্ষতা ও মানোন্নয়নের ধারাবাহিকতার প্রতিফলন।
একই সঙ্গে বাউবির Master of Disaster Management (এমডিএম) প্রোগ্রামের ২৫১ টার্মের (১ম ও ৩য় সেমিস্টার) কোর্স ভিত্তিক ফলাফল ও চূড়ান্ত ফলও প্রকাশ করা হয়েছে।
ফলাফল জানতে বাউবির ওয়েবসাইট result.bou.ac.bd ভিজিট করতে পারবেন।