বেরোবি সংবাদদাতা : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসমূহের প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তির বদৌলতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আগামী দিনে প্রযুক্তির সাথে যারা মানিয়ে নিতে পারবেন, তারাই বিশ্বকে নেতৃত্ব দিবেন। তিনি বলেন, আমি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জানতে হবে এবং ডিজিটাল স্কিল বৃদ্ধি করতে হবে। দেশের উপকারে আসে এমন প্রযুক্তি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ভিসি।

কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।