ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণী ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে ইবি তারারমেলা শাখা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার ১৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন, ফুটবল টুর্নামেন্টের বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির শাখা পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় অফিস সম্পাদক অগ্রপথিক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এরশাদ উল্লাহ অধ্যাপক, ড. এবিএম জাকির হোসেন ও, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. আরিফা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ।
জানা যায়, সংগঠনটি কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার ১৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন, ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেরাদের সেরা ও বর্ষসেরা কুঁড়িদের পুরস্কৃত করা হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিজয়ী পুরস্কার, ৭ জনকে সেরাদের সেরা ও একজনকে বর্ষসেরা কুঁড়ির পুরস্কারে পুরষ্কৃত করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।