ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমি ফর এ্যরাবিক ল্যাঙ্গুয়েজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অংশগ্রহণকারী সকল শিক্ষক-প্রশিক্ষণার্থীদের হাতে সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ভাইস চ্যান্সেলর বলেন, এই প্রশিক্ষণ কর্মশালাটি আমাদের দেশের মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের আরবি ভাষায় শিক্ষাদান পদ্ধতি আরও সমৃদ্ধ করবে। আর্ন্তজাতিক মানের আরবি ভাষা দক্ষতা অর্জন করার মাধ্যমে আমাদের শিক্ষকগণ মধ্যপ্রাচ্যের ভাষাগত ও পেশাগত সুযোগ-সুবিধাও গ্রহণ করতে সক্ষম হবেন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা আরবি ভাষা শিক্ষাদানের নতুন কৌশল রপ্ত করেছেন, যা বাংলাদেশে আরবি শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, রেজিস্ট্রার মো: আইউব হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুনসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ও দেশের বিভিন্ন মাদরাসা থেকে আগত মোট ৫৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা আরবি ভাষা শিক্ষা, শ্রেণিকক্ষে ব্যবহারযোগ্য আধুনিক পদ্ধতি ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।