আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্কুল গেটে তালা মেরে শাটডাউন কর্মসুচি পালন করছেন বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে শিক্ষকরা ফের কর্মসুিচ পালন করেন। সোমবার উপজেলার সকল বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়। কিন্তু সরকার দাবি মেনে না নেয়ায় সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন করেছেন। বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসুিচ অনুসারে শাটডাউন কমৃসুিচ পালন করছেন শিক্ষকরা। এতে তারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে বুধবার পরীক্ষা বন্ধ রয়েছে। পরীক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তালা দেয়া দেখে বাহিরে ছুটাছুটি করে বাড়িতে চলে গেছেন। এতে উপজেলার ১৫২ টি বিদ্যালয়ের ২৪ হাজার কোমলমতি পরীক্ষার্থী ও তাদের অর্ভিভাবকরা দুশ্চিন্তায় পরেছেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এর আগে অর্থ মন্ত্রণালয় তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর ২২ দিন অতিবাহিত হলেও এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে শাটডাউনসহ সব পরীক্ষাবর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তালাবদ্ধ কর্মসূচি চলবে বলে প্রাথমিকের ৩ দফা দাবি বাস্তবায়ন কমিটি ঘোষণা করেছেন। ঘোষণার অংশ হিসেবে আজ গোবিন্দগঞ্জে বেশির ভাগ বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়।
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে শিক্ষকদের চলমান কর্মবিরতির জেরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে একটি বিরল চিত্র দেখা গেছে শিক্ষকদের অনুপস্থিতিতে বার্ষিক পরীক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিভাবকরা। প্রশ্নপত্র বিতরণ, খাতা সরবরাহ থেকে শুরু করে পরীক্ষার হল পরিদর্শন সব দায়িত্বই সামলাতে হচ্ছে অভিভাবকদের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বাউফল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন; আর পরীক্ষার কক্ষগুলোতে অভিভাবকরাই স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন।
অভিভাবকদের অভিযোগ, হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় পরীক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরীক্ষা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা ও আতঙ্ক। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে অভিভাবকরাই পরীক্ষার দায়িত্ব নিতে সামনে আসেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা-তে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পূর্বপ্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদান করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
নান্দাইল (ময়মনসিংহ) ময়মনসিংহের নান্দাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের আন্দোলনের সাথে প্রধান শিক্ষকরা একাত্মতা প্রকাশ করায় বুধবার (৩ ডিসেম্বর) কোমলমতি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ে অচলাবস্থা ও হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়। সরেজমিনে দেখা যায়, চন্ডীপাশা মডেল ও আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষকরা অফিসকক্ষে অলস সময় পার করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পরীক্ষা নিচ্ছেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।