জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রথম শাহাদাত বার্ষিকী পালনে আজ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ই জুলাই বুধবার সকাল সাড়ে ৬টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফর পাড়ার বাবনপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু এবং সকাল সাড়ে ৭টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে।
এরপর সকাল সোয়া ৯টায় কালোব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শোক র্যালি বের হয়ে ক্যাম্পাস এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে পার্কের মোড় এলাকায় শহীদ আবু সাঈদ চত্বরে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শহীদ আবু সাঈদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারবর্গ।
আলোচনা সভায় সম্মানিত অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী।
দিবসটি উপলক্ষে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় চিত্রাংকন প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।